A ইউনিট-
- Shift 1 : 238 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 2 : 259 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 3 : 261 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 4 : 237 পর্যন্ত চান্স পেয়েছে।
B ইউনিট-
- Shift 1 : 358 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 2 : 326 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 3 : 374 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 4 : 376 পর্যন্ত চান্স পেয়েছে।
C ইউনিট-
- Shift 1 : 209 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 2 : 74 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 3 : 84 পর্যন্ত চান্স পেয়েছে।
D ইউনিট-
- Shift 1 : 117 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 2 : 132 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 3 : 118 পর্যন্ত চান্স পেয়েছে।
- Shift 4 : 123 পর্যন্ত চান্স পেয়েছে।
নিজের ফলাফল দেখতে ক্লিক কর-
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাজের ধাপ সমূহঃ
- ১.প্রার্থী আহবান ও প্রবেশপত্র নিরীক্ষণ
- ২.মূল সনদপত্র গ্রহন ও নিরীক্ষণ
- ৩.মূল সনদপত্র রেকর্ডভূক্তকরণ ও সিরিয়াল নং প্রদান
- ৪.ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ
- ৫.প্রক্টর / ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ কর্তৃক ভর্তির সুপারিশ
- ৬.ডরমিটরী সুপার কর্তৃক হল বরাদ্দ / হল সংযুক্তির সুপারিশকরণ
- ৭.স্বাস্থ্য পরীক্ষা (ফিটনেস সার্টিফিকেট প্রদান)
- ৮.পূরনকৃত ভর্তি ফরম,স্বাস্থ্যের ফিটনেস সার্টিফিকেট,শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমাদান নিরীক্ষণ,প্রভৃতি প্রদর্শন পূর্বক ভর্তি চূড়ান্তকরণ ও মূল সনদ পত্র জমাদানের রিসিপ্ট প্রদান।
- ৯.ডিন মহোদয় কর্তৃক ফরমে স্বাক্ষরদান
- ১০.রেজিস্ট্রার কর্তৃক ফরমে স্বাক্ষরদান
⛔বিঃদ্রঃ ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে জমা দিতে হবে।
ধাপ ১ - ৪ঃ সংশ্লিষ্ট অনুষদ
ধাপ ৫ - ৬ঃ অডিটোরিয়াম ১
ধাপ ৭ঃ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার
ধাপ ৮ - ৯ঃ সংশ্লিষ্ট অনুষদ
ধাপ ১০ঃ রেজিস্ট্রার কার্যালয়।
হাবিপ্রবির ভর্তি পরীক্ষার জন্য যা যা আনতে হবে-
- ১. হাবিপ্রবির দেয়া ডাউনলোডকৃত Admit Card
- ২. প্রত্যেক ইউনিটের জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (২ টি ইউনিট এ পরীক্ষা দিলে ৪ টি ছবি) (ছবি সত্যায়িত হলে ভাল, না হলেও চলবে)
- ৩. HSC রেজিষ্ট্রেশন কার্ড।

0 Comments