হাবিপ্রবিতে ভর্তি হওয়ার ধাপসমূহ


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাজের ধাপ সমূহঃ

১.প্রার্থী আহবান ও প্রবেশপত্র নিরীক্ষণ
২.মূল সনদপত্র গ্রহন ও নিরীক্ষণ
৩.মূল সনদপত্র রেকর্ডভূক্তকরণ ও সিরিয়াল নং প্রদান
৪.ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ
৫.প্রক্টর / ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ কর্তৃক ভর্তির সুপারিশ 
৬.ডরমিটরী সুপার কর্তৃক হল বরাদ্দ / হল সংযুক্তির সুপারিশকরণ
৭.স্বাস্থ্য পরীক্ষা (ফিটনেস সার্টিফিকেট প্রদান)
৮.পূরনকৃত ভর্তি ফরম,স্বাস্থ্যের ফিটনেস সার্টিফিকেট,শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমাদান নিরীক্ষণ,প্রভৃতি প্রদর্শন পূর্বক ভর্তি চূড়ান্তকরণ ও মূল সনদ পত্র জমাদানের রিসিপ্ট প্রদান।
৯.ডিন মহোদয় কর্তৃক ফরমে স্বাক্ষরদান
১০.রেজিস্ট্রার  কর্তৃক ফরমে স্বাক্ষরদান 

বিঃদ্রঃ ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে জমা দিতে হবে।

ধাপ ১ - ৪ঃ সংশ্লিষ্ট অনুষদ
ধাপ ৫ - ৬ঃ অডিটোরিয়াম ১
ধাপ ৭ঃ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার 
ধাপ ৮ - ৯ঃ সংশ্লিষ্ট অনুষদ
ধাপ ১০ঃ রেজিস্ট্রার কার্যালয়।

Post a Comment

0 Comments